চিকিৎসা পরিভাষা সিবিসি পরীক্ষার কথা
প্রথম আলো
প্রকাশিত: ২৫ ফেব্রুয়ারি ২০২২, ১৫:০৩
অসুস্থতা নিয়ে চিকিৎসকের কাছে গেলে রোগের লক্ষণ ও ধরন বুঝে চিকিৎসক কিছু পরীক্ষা-নিরীক্ষা দিয়ে থাকেন। সেই ব্যবস্থাপত্রে অন্যান্য পরীক্ষার পাশাপাশি একটি পরীক্ষার নাম প্রায়ই দেখা যায়। এমনকি কখনো কখনো তালিকার শুরুতেই থাকে। সেটি হলো, সিবিসি, মানে কমপ্লিট ব্লাড কাউন্ট।
সিবিসি কী?
সিবিসি একটি সামগ্রিক রক্ত পরীক্ষা। চিকিৎসকেরা এর মাধ্যমে একটি সাধারণ ধারণা পেয়ে থাকেন। রোগীর শরীর কোনো সংক্রমণের শিকার হয়েছে কি না, রক্তকণিকা স্বাভাবিক আছে কি না, হিমোগ্লোবিনের মাত্রা কেমন; প্রভৃতি বুঝতে এই পরীক্ষাটি গুরুত্বপূর্ণ।
সিবিসি পরীক্ষার ধ্রুবক
এই পরীক্ষা রক্তের বিভিন্ন উপাদান ও বৈশিষ্ট্য পর্যালোচনা করে একটি সার্বিক পরিসংখ্যান তুলে ধরে। উপাদান ও বৈশিষ্ট্যগুলোর মধ্যে রয়েছে— লোহিত রক্তকণিকা, শ্বেত রক্তকণিকা, হিমোগ্লোবিন, প্লাটিলেটস ও হেমাটোক্রিট।
- ট্যাগ:
- স্বাস্থ্য
- রক্ত পরীক্ষা
- সিবিসি টেস্ট