You have reached your daily news limit

Please log in to continue


রাশিয়া-ইউক্রেন যুদ্ধ নিয়ে ফান, ক্ষোভের মুখে আরশাদ ওয়ার্সি

তুমুল যুদ্ধ শুরু হয়েছে ইউরোপের প্রতিবেশী দুই দেশ রাশিয়া ও ইউক্রেনের মধ্যে। যা নিয়ে চিন্তায় গোটা বিশ্ব। তারই মধ্যে এই যুদ্ধ নিয়ে খানিক মশকরা করে নিলেন বলিউড অভিনেতা আরশাদ ওয়ার্সি। নিজের ছবি ‘গোলমাল’ থেকে একটি মিম টুইটারে শেয়ার করেছেন তিনি।

 

সেই মিমে দেখা যায়, অজয় ​​দেবগণ, শরমন যোশি এবং রিমি সেনের সঙ্গে নিজেকে জুড়ে একটি ভিডিও পোস্ট করেছেন আরশাদ। সেখানে শরমনকে আমেরিকা, নিজেকে ইউক্রেন এবং অজয়কে জামার্নি হিসেবে ট্যাগ করেছেন। অন্যদিকে, রিমি সেনকে বুঝিয়েছেন ইউক্রেনের যুদ্ধ নিয়ন্ত্রিত এলাকা হিসেবে।

মিমের ক্যাপশনে আরশাদ লিখেছেন, ‘আত্মব্যাখ্যামূলক...গোলমাল তার সময়ের চেয়ে অনেক এগিয়ে ছিল।’ অভিনেতার এই মিম ভালোভাবে গ্রহণ করেননি নেটিজেনরা। ‘অসংবেদনশীল’ হওয়ার জন্য অনেকেই তার টুইটটিকে ‘ঘৃণ্য এবং বিরক্তিকর’ বলে অভিহিত করেছেন।

 

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন