রাষ্ট্রপতির কাছে ১০ নাম, ইসি গঠন হবে ‘দ্রুতই’
প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এবং অন্যান্য নির্বাচন কমিশনার নিয়োগের জন্য চূড়ান্ত করা ১০ জনের নামের তালিকা রাষ্ট্রপতি মো. আবদুল হামিদের কাছে জমা দিয়েছে অনুসন্ধান কমিটি। গতকাল বৃহস্পতিবার সন্ধ্যার পর অনুসন্ধান কমিটির সদস্যরা বঙ্গভবনে গিয়ে রাষ্ট্রপতির হাতে সুপারিশ করা নামের তালিকা জমা দেন।
রাষ্ট্রপতি এসব নাম পর্যালোচনা করে দ্রুত নির্বাচন কমিশন (ইসি) গঠনের বিষয়ে নির্দেশনা দেবেন বলে জানিয়েছেন অনুসন্ধান কমিটির সাচিবিক দায়িত্বে থাকা মন্ত্রিপরিষদ সচিব খন্দকার আনোয়ারুল ইসলাম। গত রাতে বঙ্গভবনের বাইরে সাংবাদিকদের তিনি বলেন, দ্রুততম সময়ের মধ্যেই ইসি নিয়োগের প্রজ্ঞাপন হবে।
নির্বাচন কমিশন গঠনের এখতিয়ার রাষ্ট্রপতির।তবে সংবিধানে বলা আছে, কেবল প্রধানমন্ত্রী ও প্রধান বিচারপতি নিয়োগের ক্ষেত্র ছাড়া রাষ্ট্রপতি অন্য সব দায়িত্ব পালনে প্রধানমন্ত্রীর পরামর্শ অনুযায়ী কাজ করবেন।