You have reached your daily news limit

Please log in to continue


ঔষধের মূল্য

রাজ্যের সরকারি হাসপাতালগুলিতে ঔষধ সঙ্কটের যে চিত্র বার বার সংবাদে আসিতেছে, তাহা উদ্বেগজনক। অতি প্রয়োজনীয় ঔষধগুলির জন্য দীর্ঘ অপেক্ষার শেষে শূন্য হাতে ফিরিতে হইতেছে। কেবল দামি ঔষধ নহে, বহু নিত্যপ্রয়োজনীয় ঔষধ নাই, বহু জীবনদায়ী ইঞ্জেকশন অমিল, এমনকি কুকুরে কামড়াইবার চিকিৎসার ‘অ্যান্টি র‌্যাবিস’ ইঞ্জেকশনও নাই। ব্লক স্তরের হাসপাতাল হইতে মেডিক্যাল কলেজ, সর্বত্র এই চিত্র প্রকট হইয়াছে। কারণ, সরকার ঔষধের খরচ মিটাইতে পারিতেছে না। ঔষধ সরবরাহকারী সংস্থাগুলির নিকট বহু টাকা বকেয়া; তাহা না মিটাইলে ব্যবসায়ীরা আর ঔষধ পাঠাইতে নারাজ। ইতিপূর্বেও সরকারি হাসপাতালে প্রয়োজনীয় ঔষধ এবং পরীক্ষা না মিলিবার অভিযোগ উঠিয়াছে। তবে এই বারের সঙ্কট দীর্ঘ, এবং তাহার নিরসনের উপায় লইয়া সরকারের তরফে কোনও উচ্চবাচ্য নাই। এই বারে প্রধান উদ্বেগ: সকল সরকারি হাসপাতালে বিনামূল্যে ঔষধের খরচ যে রূপ বাড়িয়াছে, তাহা সরকার আদৌ টানিতে পারিবে কি না, কোথা হইতে সেই টাকা আসিবে, সেই প্রশ্ন উঠিয়াছে।

 

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন