কুইক লিঙ্ক : মুজিব বর্ষ | করোনা ভাইরাসের প্রাদুর্ভাব | প্রিয় স্টোর

নিজেকে সময় দিতে চেয়েছিলাম: বিরাট

আনন্দবাজার (ভারত) প্রকাশিত: ২৫ ফেব্রুয়ারি ২০২২, ০৯:৪৩

প্রথমে ভারতের টি-টোয়েন্টি দলের নেতৃত্ব। তার পরে আইপিএলে রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরের নেতৃত্ব দেওয়া থেকেও নিজেকে সরিয়ে নেন বিরাট কোহলি। পরবর্তী সময়ে তো কোনও ফর্ম্যাটের ক্রিকেটেই আর অধিনায়ক থাকেননি তিনি। কিন্তু কেন তাঁর প্রিয় আরসিবিকে নেতৃত্ব না দেওয়ার সিদ্ধান্ত নিয়েছিলেন কোহলি?


আরসিবির একটি পডকাস্ট অনুষ্ঠানে কোহলি জানিয়েছেন, নিজের পরিশ্রমের মাত্রার উপরে নজর দিতে আর নিজের জন্য কিছুটা সময় বার করতেই তিনি এই সিদ্ধান্ত নেন। কোহলির কথায়, ‘‘আমি এমন এক জন মানুষ যে প্রয়োজনের থেকে বেশি সময় কোনও কিছু আঁকড়ে ধরে থাকি না। এমনকি যদি বুঝিও যে আমার আরও কিছু দেওয়ার ক্ষমতা আছে, তা হলেও সিদ্ধান্ত বদলাই না।’’ যোগ করেন, ‘‘যদি দেখি কোনও ব্যাপার উপভোগ করছি না, তা হলে সেটা আঁকড়ে থাকার কোনও মানেই হয় না। আমি সে কাজটা করি না।’’


 

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

এই সম্পর্কিত

আরও