বিমানের আসনের নিচে মিলেলো ৯০টি সোনার বার
ঢাকার শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে দুবাইফেরত এক বিমানের আসনের নিচে প্রায় সাড়ে ১০ কেজি ওজনের ৯০টি সোনার বার পেয়েছে কাস্টমস গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তর।
বৃহস্পতিবার সকালে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের বিজি-০৪৮ ফ্লাইট থেকে আনুমানিক সাড়ে সাত কোটি টাকার ওই সোনা জব্দ করা হয় বলে শুল্ক গোয়েন্দা বিভাগের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়।
সেখানে বলা হয়, গোপন সংবাদের ভিত্তিতে কাস্টমস গোয়েন্দারা ওই উড়োজাহাজে উঠে ব্যাপক তল্লাশি চালান। তাতে আটটি সিটের নিচে পাইপের ভেতরে কালো টেপ দিয়ে মোড়ানো নয়টি প্যাকেট পাওয়া যায়।