সৌরভ ছড়ানো ছাড়াও আরও যা যা করে পারফিউম

প্রথম আলো প্রকাশিত: ২৪ ফেব্রুয়ারি ২০২২, ১৫:২৮

সাড়া জাগানো জার্মান সিনেমা ‘পারফিউম’ বানাতে খরচ হয়েছিল ৫১৬ কোটি টাকা। আর সারা বিশ্ব থেকে সিনেমাটি তুলে এনেছিল ১ হাজার ১৬১ কোটি টাকা! আপনি যদি ইতিমধ্যে সিনেমাটি দেখে থাকেন, তাহলে পারফিউমের ক্ষমতা সম্পর্কে আপনার ধারণা আছে।


সৌরভপ্রেমীরা বলেন, কে কোন ধরনের সৌরভ ব্যবহার করেন, তা থেকে তাঁর ব্যক্তিত্বের ঘ্রাণ টের পাওয়া যায়! পারফিউম কেবলই সুন্দর ঘ্রাণ নয়, ভালো একটি সৌরভ মন ভালো রাখার গুরুত্বপূর্ণ উপাদান। চলুন জেনে নেওয়া যাক এর নানা দিক।


পারফিউমের আছে নিরাময়ী ক্ষমতা


বেস্ট লাইফের একটি গবেষণা জানাচ্ছে, পারফিউম ব্যবহারে আত্মবিশ্বাস বাড়ে, মেজাজও হয় ফুরফুরে। এই গবেষণায় বলা হয়েছে, সৌরভের রয়েছে মন শান্ত করার ক্ষমতা। আবার উল্টোটাও সত্যি। তবে সঠিক পারফিউমের রয়েছে নিরাময়ী ক্ষমতা। সাইট্রাস ফল, ফুল এবং শীতল মসলাজাতীয় পারফিউমের রয়েছে মনকে শান্ত রাখার ক্ষমতা।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

আরও