সাইবার বিশেষজ্ঞ টিম মোতায়েন করল ইউক্রেন
ইউক্রেনের সাহায্যের আহ্বানের পরে ইউরোপজুড়ে একটি সাইবার র্যাপিড রেসপন্স টিম (সিআরআরটি) মোতায়েন করা হচ্ছে। নবগঠিত এই দলে আছেন লিথুয়ানিয়া, ক্রোয়েশিয়া, পোল্যান্ড, এস্তোনিয়া, রোমানিয়া এবং নেদারল্যান্ডসের আট থেকে বারোজনের সাইবার বিশেষজ্ঞ। তাঁরা ইউক্রেনকে সাইবার আক্রমণ থেকে রক্ষা করতে দৃঢ় প্রতিজ্ঞাবদ্ধ।
ইউক্রেনের একজন সরকারি কর্মকর্তা সতর্ক করে বলেছেন, হামলার আশঙ্কা ছিল এবং ভবিষ্যতেও থাকবে। অন্যদিকে সিআরআরটি বলছে, ‘সাইবার আক্রমণ রাশিয়ার হাইব্রিড টুলকিটের একটি গুরুত্বপূর্ণ অংশ। ’ এই মাসের শুরুতে সাময়িকভাবে অল্পসংখ্যক ইউক্রেনীয় ব্যাংকিং সেবা এবং সরকারি ওয়েবসাইট অফলাইনে চলে যায়। এই সূত্র ইউক্রেনে সাইবার আক্রমণের জন্য রাশিয়াকে দোষারোপ করে যুক্তরাজ্য এবং যুক্তরাষ্ট্র।