বঙ্গভবনের সিদ্ধান্তের জন্য অপেক্ষা
প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এবং অন্যান্য নির্বাচন কমিশনার নিয়োগের জন্য চূড়ান্ত করা ১০ জনের নামের তালিকা আজ বৃহস্পতিবার রাষ্ট্রপতির কাছে জমা দেবে অনুসন্ধান কমিটি। আজ সন্ধ্যা সাতটার দিকে অনুসন্ধান কমিটির সদস্যরা বঙ্গভবনে যাবেন। আর মন্ত্রিপরিষদ বিভাগের একটি সূত্র বলছে, নির্বাচন কমিশন (ইসি) গঠনের সিদ্ধান্ত আজ হতে পারে।
২০১৭ সালে যেদিন অনুসন্ধান কমিটি রাষ্ট্রপতির কাছে নামের প্রস্তাব সুপারিশ করেছিল, সেদিনই (৬ ফেব্রুয়ারি) ইসি গঠন করা হয়েছিল। কে এম নূরুল হুদার নেতৃত্বাধীন ওই কমিশনের মেয়াদ ১৪ ফেব্রুয়ারি শেষ হয়েছে।
অনুসন্ধান কমিটির একাধিক সূত্র বলছে, এবারও সিইসি হিসেবে সাবেক একাধিক আমলার নাম বেশি আলোচিত হচ্ছে। যদিও অনুসন্ধান কমিটি এ নিয়ে কোনো কথা বলেনি।