কুইক লিঙ্ক : মুজিব বর্ষ | করোনা ভাইরাসের প্রাদুর্ভাব | প্রিয় স্টোর

নির্মাণ রোবটের, দেখা যাবে ‘ভবিষ্যৎ’! দুবাইয়ের নতুন জাদুঘরে রয়েছে নানা চমক

আনন্দবাজার (ভারত) দুবাই প্রকাশিত: ২৩ ফেব্রুয়ারি ২০২২, ১৮:৪৮

পারস্য উপসাগরের তীরে অবস্থিত দুবাই পশ্চিম এশিয়ার অন্যতম গুরুত্বপূর্ণ শহর। বুর্জ খলিফা সহ অসংখ্য সুউচ্চ অট্টালিকা এই শহরের অন্যতম বৈশিষ্ট্য। এ বার সেই তালিকায় যুক্ত হল ‘মিউজিয়াম অব দ্য ফিউচার’ নামক উপবৃত্তাকার একটি জাদুঘর, যাকে অনেকেই বিশ্বের সুন্দরতম স্থাপত্য বলে অভিহিত করেছেন।



এই সাত তলা উপবৃত্তাকার ভবনটি তিরিশ হাজার বর্গ মিটার জুড়ে বিস্তৃত ও ৭৭ মিটার উঁচু। পৃথিবীর উচ্চতম ভবন বুর্জ খলিফার থেকে ঢিল ছোড়া দূরত্বে অবস্থিত এই নবনির্মিত ভবনটি।



দুবাই প্রশাসনের প্রেস বিজ্ঞপ্তি অনুসারে, এটি এমন একটি জাদুঘর যা মানব সভ্যতার ভবিষ্যতের জন্য অনুপ্রেরণামূলক দৃষ্টিভঙ্গির একটি স্থায়ী প্রদর্শনী। তাঁদের আশা, এটি ভবিষ্যতে অনুপ্রেরণা, উদ্ভাবন এবং মানব উন্নয়নের বাধা-বিপত্তিগুলির সমাধান ও সুযোগগুলির বিকাশের জন্য বিশ্বের অন্যতম প্রধান কেন্দ্রে রূপান্তরিত হবে।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

আরও