You have reached your daily news limit

Please log in to continue


রাশিয়া–ইউক্রেন উত্তেজনায় বিশ্ববাজারে তেলের দাম ১০০ ডলার ছুঁইছুঁই

রাশিয়া ও ইউক্রেনের মধ্যকার উত্তেজনা এরই মধ্যে পাল্টাপাল্টি হুমকি-ধমকির সীমানা ছাড়িয়ে গেছে। যেকোনো সময়ই ইউক্রেনের ওপর রাশিয়া সামরিক হামলা চালাতে পারে এমন আশঙ্কাই যেন অনিবার্য হয়ে উঠেছে। এ রকম এক চরম অনিশ্চয়তাপূর্ণ পরিস্থিতিতে আন্তর্জাতিক বাজারে অপরিশোধিত জ্বালানি তেলের দাম আরেক দফা বেড়েছে। অন্যদিকে বৈশ্বিক শেয়ারবাজারেও সূচকের পতন ঘটছে।

এদিকে রাশিয়া পরমাণু অস্ত্রের মহড়াও শুরু করে দিয়েছে বলে খবর বেরিয়েছে। বলা হয়েছে, রুশ পার্লামেন্ট প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনকে বিদেশে সৈন্য ব্যবহারের অনুমতি দেওয়ার পরই তিনি বেলারুশের নেতা আলেকজান্ডার লুকাশেঙ্কোকে পাশে নিয়ে কম্পিউটারে যৌথ পরমাণু মহড়া দেখেছেন। কম্পিউটারের পর্দায় তাঁরা জাহাজ, বিমান ও ডুবোজাহাজ থেকে নির্ভুল দক্ষতায় নির্দিষ্ট লক্ষ্যবস্তুতে পরমাণু অস্ত্রের আঘাত হানার দৃশ্য পর্যবেক্ষণ করেন। এতে প্রশ্ন উঠেছে, রাশিয়ার পরমাণু অস্ত্রের লক্ষ্য কি ইউক্রেন?

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন