স্লিম ও ট্রেন্ডি ডিজাইনে ভিভোর ওয়াই২১টি স্মার্টফোন
গ্লোবাল স্মার্টফোন ইন্ডাস্ট্রির শীর্ষস্থানীয় প্রতিষ্ঠান ভিভো সম্প্রতি তাদের লেটেস্ট স্মার্টফোন ভিভো ওয়াই২১টি উন্মোচন করেছে। দক্ষিণ এশিয়ার বেশ কয়েকটি দেশে যাত্রার পর এবার বাংলাদেশের স্মার্টফোন বাজারেও এসেছে নতুন এই স্মার্টফোনটি।
২২ ফেব্রুয়ারি, মঙ্গলবার থেকে দেশের সকল অথোরাইজড ভিভো আউটলেটগুলোতে পাওয়া যাচ্ছে স্মার্টফোনটি। ফিচারে সমৃদ্ধ এই সিরিজের স্মার্টফোনগুলোর বাজারমূল্য গ্রাহকের ক্রয়ক্ষমতার মধ্যে থাকে, সে কারণেই ভিভো’র ওয়াই সিরিজ সারাদেশে তুমুল জনপ্রিয়। ভিভো ওয়াই২১টি ও এর ব্যতিক্রম নয় ।
পারফরম্যান্স
ভিভো ওয়াই২১টি স্মার্টফোনটি স্ন্যাপড্রাগন ৬৮০ প্রসেসর দিয়ে চালিত। ৪ গিগাবাইট র্যা মের সঙ্গে ১২৮ গিগাবাইট রম রয়েছে এই স্মার্টফোনে। রয়েছে এক্সটেন্ডেড র্যা ম ২.০ প্রযুক্তি । এদিকে, একটি আলাদা এসডি কার্ড দিয়ে ১ টেরাবাইট পর্যন্ত বৃদ্ধি করা সম্ভব ভিভো ওয়াই২১টি’র ইন্টারনাল স্টোরেজ। স্মার্টফোনটিতে রয়েছে ৫০০০ মিলিঅ্যাম্পিয়ার আওয়ার ব্যাটারির সঙ্গে ১৮ ওয়াটের ফাস্ট চার্জিং প্রযুক্তি। এক চার্জে টানা ২৪ ঘন্টা কাজ করবে ভিভো ওয়াই২১টি।