যতবার বিদেশে গেছি, লক্ষ্য ছিল নিজেদের বিমানে যাব : প্রধানমন্ত্রী

এনটিভি গণভবন প্রকাশিত: ২৩ ফেব্রুয়ারি ২০২২, ১৪:১৫

প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, ‘আমি যতবার দেশের বাইরে গেছি, সবসময় আমার একটা লক্ষ্য ছিল যে, আমাদের নিজেদের বিমান ব্যবহার করব।’


বিমান বাংলাদেশ এয়ারলাইন্স লিমিটেডের সুবর্ণজয়ন্তী উপলক্ষ্যে আজ বুধবার আয়োজিত অনুষ্ঠানে এসব কথা বলেন প্রধানমন্ত্রী। প্রধানমন্ত্রী গণভবন থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে ভার্চুয়ালি অনুষ্ঠানে অংশ নেন।


প্রধানমন্ত্রী বলেন, ‘আগামী মার্চ মাস থেকে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের প্যাসেঞ্জার সার্ভিস সিস্টেমকে সম্পূর্ণ ডিজিটালাইজড করে দেওয়া হচ্ছে। এর মাধ্যমে অনলাইনে টিকেটিং, রিজারভেশন, বিমানবন্দরে পৌঁছানোর পর চেক-ইন—সবকিছু অনলাইনে হবে। এটা আমাদের প্রবাসীদের জন্য খুবই প্রয়োজনীয়।’


শেখ হাসিনা বলেন, ‘২০০৯-এ আমরা লক্ষ করি—বাংলাদেশ বিমানের নিউইয়র্ক, ব্রাসেলস, প্যারিস, ফ্রাঙ্কফুর্ট, মুম্বাই, নারিতা ও ইয়াঙ্গুন রুটে যে ফ্লাইট চলাচল করত, সেগুলো সব লোকসান দেয় এবং একে একে সব বন্ধই করে দিতে হয়।’

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

এই সম্পর্কিত

আরও