বাহুমূলের নিচের অংশ স্বাভাবিক রাখতে প্রাকৃতিক উপাদান
বিডি নিউজ ২৪
প্রকাশিত: ২৩ ফেব্রুয়ারি ২০২২, ১২:২৫
কালচেভাব অস্বস্তিকর। অথচ পার্শ্বপ্রতিক্রিয়া ছাড়াই প্রাকৃতিক উপাদানে কালচেভাব দূর করা যায়। এই বিষয়ে ‘রেড বিউটি স্যালন’য়ের কর্ণধার ও রূপবিশেজ্ঞ আফরোজা পারভীন বলেন, “কালচেভাব দূর করার জন্য সপ্তাহে কেবল দুএকদিন পদক্ষেপ নিলে চলবে না। নিয়মিত এর যত্ন নিতে হবে ও প্যাক ব্যবহার করতে হবে।”
সপ্তাহে এক এক দিন একএক রকম প্যাক ব্যবহার করলে একঘেয়েমি লাগবে না। এবং কাজও হবে।
*টক দই, হলুদের গুঁড়া ও কাগজি লেবুর রস মিশিয়ে প্যাক তৈরি করে বগলে ব্যবহার করতে হবে। ২০ মিনিট অপেক্ষা করে আলতো মালিশ করে ত্বকে ধুয়ে ফেলতে হবে।
*পানি দিয়ে বাহমূল ভালো মতো পরিষ্কার করে তাতে ফিটকিরি মালিশ করতে হবে। দশ থেকে ১৫ মিনিট অপেক্ষা করে তা ধুয়ে ফেলতে হবে।
- ট্যাগ:
- লাইফ
- দাগ দূর করার উপায়
- কালচে দাগ