২৬ ফেব্রুয়ারির পরও নেওয়া যাবে প্রথম ডোজের টিকা
ঢাকা টাইমস
বাংলাদেশ কলেজ অব ফিজিসিয়ানস এন্ড সার্জনস (বিসিপিএস)
প্রকাশিত: ২২ ফেব্রুয়ারি ২০২২, ১৫:০৪
চলতি মাসের ২৬ তারিখ দেশে করোনার প্রথম ডোজের টিকা দেয়া বন্ধ করার ঘোষণা থাকলেও সেখান থেকে সরে এসেছে সরকার। স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক বলেছেন, সাময়িকভাবে প্রথম ডোজে একটু দৃষ্টিপাত কম থাকবে। তবে কার্যক্রম চলমান থাকবে।
মঙ্গলবার দুপুরে রাজধানীর মহাখালীতে বিসিপিএস ভবনে 'আগামী ২৬ ফেব্রুয়ারি দেশব্যাপী অনুষ্ঠিতব্য একদিনে এক কোটি ডোজ ভ্যাকসিন প্রদান কার্যক্রম' বিষয়ক সংবাদ সম্মেলনে এ কথা বলেন তিনি।
এরআগে স্বাস্থ্য অধিদপ্তরের পক্ষ থেকে জানানো হয়েছিল করোনাভাইরাস সংক্রমণ প্রতিরোধে আগামী ২৬ ফেব্রুয়ারি (শনিবার) প্রথম ডোজ দেওয়ার কার্যক্রম শেষ করা হবে। এরপর দ্বিতীয় ও বুস্টার ডোজ দেয়া হবে। তাই প্রথম ডোজের আওতায় আনতে ২৬ তারিখ একদিনে ১ কোটি মানুষকে টিকা দেয়ার টার্গেট করা হয়েছে। স্বাস্থ্যমন্ত্রী বলেন, ২৬ ফেব্রুয়ারি দেশব্যাপী টিকাদান কর্মসূচি হাতে নেওয়া হয়েছে।