![](https://media.priyo.com/img/500x/https://d30fl32nd2baj9.cloudfront.net/media/2022/02/21/avishka-210122-01.jpg/ALTERNATES/w640/avishka-210122-01.jpg)
ভারতের বিপক্ষে টি-টোয়েন্টিতে নেই আভিশকা
বিডি নিউজ ২৪
প্রকাশিত: ২১ ফেব্রুয়ারি ২০২২, ১৮:১৩
ভারতের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজে আভিশকা ফার্নান্দোকে পাচ্ছে না শ্রীলঙ্কা। চোটে ছিটকে গেছেন এই টপ অর্ডার ব্যাটসম্যান। একই কারণে নেই অলরাউন্ডার কুশল মেন্ডিস ও ফাস্ট বোলার নুয়ান থুশারা।
হাঁটুর চোটে পড়া আভিশকা জাতীয় দলের হয়ে টি-টোয়েন্টিতে এখনও নিজেকে সেভাবে মেলে ধরতে পারেননি। ৩২ ম্যাচে মাত্র ১২ গড়ে তার রান ৩৩৬। নেই কোনো ফিফটি। সবশেষ সিরিজে অস্ট্রেলিয়া সফরে দুই ম্যাচ খেলে করেন কেবল ১১ রান।
মেন্ডিস অস্ট্রেলিয়ায় কোনো ম্যাচ খেলার সুযোগ পাননি। দুই ম্যাচে থুশারা নিতে পারেন কেবল একটি উইকেট।