![](https://media.priyo.com/img/500x/https%3A%2F%2Fwww.ntvbd.com%2Fsites%2Fdefault%2Ffiles%2Fstyles%2Fsocial_share%2Fpublic%2Fimages%2F2022%2F02%2F21%2Fhrithik_saba_0.jpg%3Fitok%3D6OGJrT6k)
এবার আর ডিনার ডেটে নয়, প্রেমিকাকে নিয়ে ঘরোয়া আড্ডায় হৃতিক
সুসান খানের সঙ্গে ডিভোর্সের সাত বছর পর প্রেমের দেখা পেয়েছেন বলিউড সুপারস্টার হৃতিক রোশন। ষোলো বছরের ছোট অভিনেত্রী সাবা আজাদের সঙ্গে তাঁর ডিনার ডেট নিয়ে সরগরম বিনোদন অঙ্গন। এক সপ্তাহ না যেতেই এবার আর ডিনার ডেটে নয়, সরাসরি হৃতিকের ঘরোয়া আড্ডায় দেখা গেল সাবা আজাদকে। সে আড্ডায় উপস্থিত ছিলেন নায়কের বাবা-মাসহ সন্তানেরা। হৃতিক রোশনের চাচা সংগীত পরিচালক রাজেশ রোশন সে ছবি অন্তর্জালে শেয়ার করেছেন। কয়েকদিন আগে হৃতিকের সাবেক স্ত্রী সুসানও অন্তর্জালে সাবার প্রশংসা করেছিলেন।