You have reached your daily news limit

Please log in to continue


শপথ নিলেন চিত্রনায়ক ইমন

শপথ নিলেন চলচ্চিত্র শিল্পী সমিতির নবনির্বাচিত সাংস্কৃতিক ও ক্রিয়া সম্পাদক চিত্রনায়ক ইমন। রবিবার (২০ ফেব্রুয়ারি) সন্ধ্যায় এফডিসির শিল্পী সমিতির কার্যালয়ে তাকে শপথ পাঠ করান সমিতির সভাপতি ইলিয়াস কাঞ্চন।

আগেই দুই মেয়াদে পরপর দুবার আন্তর্জাতিক সম্পাদক নির্বাচিত হলেও গেল ২৮ জানুয়ারি শিল্পী সমিতির নির্বাচনে সাংস্কৃতিক ও ক্রিয়া সম্পাদক হিসেবে নির্বাচিত হন ইমন। পরে নির্বাচিত অন্যান্যরা শপথ নিলেও শুটিং-এর কারণে ঢাকার বাইরে ছিলেন তিনি। তাই রবিবার সন্ধ্যায় ইমন শপথ গ্রহণ করেন। 

শপথ গ্রহণ শেষে ইমন চ্যানেল আই অনলাইনক বলেন, নির্বাচনে লড়ে তৃতীয়বারের মতো শিল্পী সমিতির নির্বাচনে জয়ী হয়েছি। একজন শিল্পী হিসেবে দায়িত্ববোধের জায়গা থেকেই শিল্পী সমিতির সঙ্গে যুক্ত হয়েছিলাম। শপথের পর খুব ভালো লাগছে। সবার সহযোগিতা আশা করছি। ইমনের শপথ গ্রহণের সময় আরও উপস্থিত ছিলেন অমিত হাসান, জেসমিন, ডিএ তায়েবসহ অনেকে। ২৮ জানুয়ারি শিল্পী সমিতির ২০২২-২৪ মেয়াদে নির্বাচন অনুষ্ঠিত হয়। সেখানে সভাপতি পদে ইলিয়াস কাঞ্চন জয়ী হন।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন