২৬ ফেব্রুয়ারির মধ্যে প্রথম ডোজ দেওয়াই টার্গেট: সেব্রিনা ফ্লোরা
স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক (পরিকল্পনা ও উন্নয়ন) মীরজাদী সেব্রিনা ফ্লোরা বলেছেন, ২৬ ফেব্রুয়ারির মধ্যে করোনার টিকার প্রথম ডোজ দিয়ে ফেলা তাদের টার্গেট। যাদের ২৬ তারিখের মধ্যে টিকার আওতায় আসার কথা, তাদের কারো টিকা নেওয়া বাকি না থাকলে ২৬ তারিখের পর আর টিকা দেওয়ার প্রয়োজন হবে না। তবে কেউ বাদ থেকে গেলে বিবেচনা করা হবে।
আজ রোববার দুপুরে নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের নগর ভবনের মেয়র কার্যালয়ে মেয়র ডা. সেলিনা হায়াৎ আইভীর সঙ্গে মতবিনিময় শেষে তিনি সাংবাদিকদের এ কথা বলেন।
সেব্রিনা ফ্লোরা বলেন, 'অনেক দিন ধরে আমরা ভ্যাকসিন কার্যক্রম চালিয়ে যাচ্ছি। যার জন্য সব জায়গায় যাচ্ছি। আগামী ২৬ ফেব্রুয়ারি পর্যন্ত আমাদের গণ প্রচারণা চলবে। সেই ক্যাম্পেইনটা জোরদার করার জন্য নারায়ণগঞ্জের পরিকল্পনাটা দেখা, সবার সঙ্গে আলোচনা করা। মেয়র মহোদয়ের সঙ্গেও আমরা আলোচনা করেছি। কোন জায়গাগুলোতে চ্যালেঞ্জ আছে, সেগুলো নিয়ে আলোচনা করেছি।'