কালের বাতিঘর ফয়েজ আহমদ

সমকাল মযহারুল ইসলাম বাবলা প্রকাশিত: ২০ ফেব্রুয়ারি ২০২২, ১৭:৩৬

মার্ক্সবাদী মতাদর্শিক, সাহিত্যিক, সাংবাদিক, সাংস্কৃতিক ব্যক্তিত্ব ও বহুমাত্রিক প্রতিভার অধিকারী ফয়েজ আহমদ আমাদের সাংস্কৃতিক অঙ্গনের নেতা ও অভিভাবকরূপে নিষ্ঠায় দায়িত্ব পালন করে গেছেন।


সাংবাদিকতার ক্ষেত্রে আমাদের দেশে যে ক'জন অনন্য কৃতিত্বের দাবিদার- তাদেরই অন্যতম ফয়েজ ভাই। বর্ণাঢ্য সাংবাদিকতার স্মৃতি-আত্মজৈবনিক রচনা। মধ্যরাতের অশ্বারোহী শিরোনামে সাপ্তাহিক বিচিত্রায় ধারাবাহিকভাবে প্রকাশের পর প্রচণ্ড আলোড়ন সৃষ্টি করেছিল। তিন খণ্ডে গ্রন্থাকারে প্রকাশিত মধ্যরাতের অশ্বারোহীর উপসংহার চতুর্থ খণ্ডে ২০০৫ সালের একুশের বইমেলায় প্রকাশিত হয়েছিল।


মার্পবাদী মতাদর্শে অবিচল ফয়েজ ভাই কিশোর বয়সেই বামপন্থি রাজনীতিতে আকৃষ্ট হয়েছিলেন। তার নামের শেষে 'চৌধুরী' পারিবারিক সামন্ত পদবিটি মতাদর্শিক রাজনৈতিক চেতনায় নিজ উদ্যোগে অল্প বয়সেই পরিত্যাগ করেছিলেন। আমাদের সাহিত্য, বিশেষ করে শিশুসাহিত্যে তার অবদান অপরিসীম। 

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

আরও