পিএসএলে দ্রুততম সেঞ্চুরির রেকর্ডে ইংলিশ তরুণ
                        
                            জাগো নিউজ ২৪
                        
                        
                        
                         প্রকাশিত: ২০ ফেব্রুয়ারি ২০২২, ০৮:৫৫
                        
                    
                ইনিংসের শুরুর ২.৩ ওভারের ভেতরেই সাজঘরে তিন ব্যাটার। স্কোরবোর্ডে তখন মোটে ১২ রান। সেখান থেকে পরের ১৭.৩ ওভারে আরও ১৮৫ যোগ করে লাহোর কালান্দার্স। যার মূল কারিগর ইংল্যান্ডের ২২ বছর বয়সী তরুণ ব্যাটার হ্যারি ব্রুক।
শনিবার রাতে পাকিস্তান সুপার লিগের ম্যাচে বিপর্যয়ের মুখে দাঁড়িয়ে ব্রুকের রেকর্ডগড়া সেঞ্চুরিতেই ১৯৭ রানের বিশাল সংগ্রহ পায় লাহোর। জবাবে ইসলামাবাদ ইউনাইটেড ৯ উইকেট হারিয়ে করতে পেরেছে ১৩১ রান। ফলে ৬৬ রানের বড় জয়ে একপ্রকার নিশ্চিত হয়ে গেছে লাহোরের শীর্ষ দুইয়ে থাকা।
মাত্র ১২ রানে ৩ উইকেট পতনের পর ফাখর জামানের সঙ্গে চতুর্থ উইকেটে ১০১ রান যোগ করেন ব্রুক। দুজনের ১০.৩ ওভারের জুটিতে আক্রমণাত্মক ব্যাটিংয়ের দায়িত্বটা নেন ব্রুক। অন্যপাশে উইকেট বাঁচিয়ে খেলতে থাকেন বাঁহাতি ওপেনার ফাখর।