শীতে বাড়ছে হাঁপানির সমস্যা, তার উপর ওমিক্রনের ঝুঁকি! কী ভাবে সুরক্ষিত রাখবেন নিজেকে

আনন্দবাজার (ভারত) প্রকাশিত: ২০ ফেব্রুয়ারি ২০২২, ০৭:৫৬

যত বারই মনে হয়, এই বুঝি করোনাকে হারিয়ে দেওয়া গেল, ঠিক তত বারই এই রোগ নানান রূপে এসে আমাদের সামনে হাজির হয়।একে শীতের সময়, তার উপর আবার করোনা-হানা। যাঁদের হাঁপানির সমস্যা রয়েছে, তাঁদের করোনায় আক্রান্ত হওয়ার ঝুঁকি অনেকটাই বেশি। সাধারণত হাঁপানি বাড়ে শ্বাসনালীর প্রদাহের ফলে। এই অসুখে ফুসফুসে বাতাস ঢোকার পথগুলি সরু হয়ে ফুলে যায়। মিউকাসও জমতে থাকে সেই পথে। ফলে শ্বাস নিতে কষ্ট হয়। তাই এই রোগীদের করোনাকালে একটু সতর্ক থাকতে হবে।


এই সংক্রমণ ঠেকাতে মাস্ক পরার কোনও বিকল্প নেই। তবে মাস্ক পরার ক্ষেত্রে বেশ সমস্যার সুখে পড়তে হয় হাঁপানি রোগীদের। তাই অনেকেই প্রশ্ন করছেন, এই রোগীদের জন্য কি মাস্ক পরা আদৌ নিরাপদ? এই প্রসঙ্গে আমেরিকান অ্যাকাডেমি অব অ্যালার্জি, অ্যাজমা অ্যান্ড ইমিউনোলজি বলছে, মাস্ক পরার কারণে অ্যাজমার সমস্যা বাড়ার কোনও প্রমাণ তাদের কাছে নেই।চিকৎসকদের মতে, অ্যাজমা রোগীদেরও মাস্ক পরতেই হবে। মাস্ক ছাড়া করোনাকে আটকানোর কোনও পথ নেই। তবে এ ক্ষেত্রে এন ৯৫ পরতে সমস্যা হলে সার্জিক্যাল মাস্ক পরুন।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

আরও