কুইক লিঙ্ক : মুজিব বর্ষ | করোনা ভাইরাসের প্রাদুর্ভাব | প্রিয় স্টোর

ভারতে বন্দি ৫৬ বাংলাদেশি জেলে, পরিবারে উদ্বেগ-উৎকণ্ঠা

জাগো নিউজ ২৪ মহেশখালী প্রকাশিত: ১৯ ফেব্রুয়ারি ২০২২, ২১:০৬

ভারতের কলকাতায় পৃথক দুটি কারাগারে বন্দি রয়েছেন কক্সবাজারের মহেশখালী ও কুতুবদিয়ার ৫৬ জন জেলে। বঙ্গোপসাগরে মাছ ধরতে গিয়ে ভারতের জলসীমায় প্রবেশ করায় তাদের আটক করে দেশটির কোস্টগার্ড। এদের মধ্যে মহেশখালীর কুতুবজোম ইউনিয়নের ২৭ জেলে ও কুতুবদিয়ার বড়ঘোপ ইউনিয়নের ২৯ জেলে রয়েছেন। মাছ ধরা ট্রলারের মালিকরা জাগো নিউজকে এ তথ্য নিশ্চিত করেছেন।


মহেশখালীর কুতুবজোম এলাকার এফবি শাহ আমানত ট্রলারের মালিক সাজ্জাদুল ইসলাম জাগো নিউজকে বলেন, গত ১০ ফেব্রুয়ারি মাছ ধরতে গিয়ে আমার ট্রলারটি নিখোঁজ হয়। পরে অমল কান্তি নামে কলকাতার এক গণমাধ্যমকর্মী ফোন করে জানান- ভারতের জলসীমায় প্রবেশ করায় ২৭ জন জেলেকে আটক করা হয়েছে। আটকদের গত ১৭ ফেব্রুয়ারি কলকাতার কাকদ্বীপ আদালতে হাজির করা হয়। পরে সেখানকার আদালত জলসীমা অতিক্রম সংশ্লিষ্ট আইনে তাদের ১৪ দিনের সাজা দেন। বর্তমানে তারা কলকাতার ছব্বিশপরগনা জেলার কার্তিক মহুকুমা কারাগারে বন্দি।


 

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

আরও