কুইক লিঙ্ক : মুজিব বর্ষ | করোনা ভাইরাসের প্রাদুর্ভাব | প্রিয় স্টোর

ভোটাধিকার ‘পাহারা’ দেওয়ার আহ্বান ড. কামালের

বিডি নিউজ ২৪ জাতীয় প্রেস ক্লাব প্রকাশিত: ১৯ ফেব্রুয়ারি ২০২২, ২০:৫২

ভোটাধিকারের মতো মূল্যবান আর কোনো অধিকার নেই জানিয়ে রাজনৈতিক দলগুলোর উদ্দেশে ড. কামাল হোসেন বলেছেন, এ অধিকার রক্ষায় জনগণকে সচেতন করতে হবে। সবাই মিলে পাহারা দিতে হবে এ ভোটাধিকার।


শনিবার দুপুরে এক সেমিনারে এ আহ্বান জানান গণফোরাম সভাপতি।


জাতীয় প্রেস ক্লাবের আবদুস সালাম হলে নাগরিক সমাজের উদ্যোগে ‘বর্তমান জাতীয় সঙ্কট এবং সমাধানে নাগরিক সমাজ’ শীর্ষক এ সেমিনার হয়।


রাজনীতিতে এখন গণতন্ত্রের সঙ্কট চলছে উল্লেখ করে সেমিনারে তিনি বলেন, এর অন্যতম কারণ হচ্ছে কর্তৃত্ববাদ, ভোটারবিহীন নির্বাচন এবং নির্লজ্জ দলীয়করণ।


“এখন ঝুঁকি নিয়ে হলেও মানুষের অধিকার, পরিবারের অধিকার, নতুন প্রজন্মের অধিকারকে রক্ষা করার জন্য আমাদেরকে সংঘবদ্ধভাবে ঐক্যবদ্ধভাবে নামতে হবে। পাহারা দিতে হবে এ ভোটাধিকার। ভোটাধিকার থেকে মূল্যবান আর কোনো অধিকার নেই।”


 

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

এই সম্পর্কিত

আরও