বইমেলায় এসে গুনলেন জরিমানা
রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে বাংলা একাডেমির বইমেলায় করোনা বিধিনিষেধ মানা হচ্ছে কি না, তা নিশ্চিত হতে অভিযান চালিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।
আজ শনিবার দুপুরের দিকে এ অভিযান চালানো হয়। এ সময় স্বাস্থ্যবিধি না মানায় দর্শনার্থী ও প্রকাশনীর বিক্রয় প্রতিনিধিদের অপরাধের মাত্রা বুঝে অর্থদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। তবে অভিযান শেষে অভিযানস্থলে গিয়ে দেখা যায় আগের চিত্র। বইমেলায় ঢোকার সময় দর্শনার্থীদের মুখে মাস্ক নিশ্চিত করা গেলেও ভেতরে দর্শনার্থীদের অনেকের মুখে মাস্ক থাকছে না। থাকলেও কারও মাস্ক ঝুলছিল থুতনি ও গলায়।