You have reached your daily news limit

Please log in to continue


পঞ্চ ইন্দ্রিয়ের অনুভূতি শনাক্ত করতে পারবে কোয়ান্টাম কম্পিউটার

উদ্ভাবনের সূচনালগ্নে কম্পিউটার তার আকৃতির কারণে একটি দালান দখল করে রাখলেও যুগে যুগে গবেষণার মাধ্যমে একে হাতের মুঠোয় নিয়ে আসার চেষ্টা করেছেন এবং এটি কীভাবে আরও দ্রুত গতিতে কাজ করতে পারে, তা নিয়ে অনবরত গবেষণা করে চলেছেন।

ফলে মানুষ পেয়েছে এনালগ থেকে ডিজিটাল কম্পিউটার; অতঃপর সুপার কম্পিউটার, মেইনফ্রেম, মিনি, মাইক্রো ও হাইব্রিড কম্পিউটার। পেয়েছে ডেক্সটপ, ল্যাপটপ, ট্যাবলেট ইত্যাদি। সাফল্যের এ ধারাবাহিকতায় শিগগিরই সংযুক্ত হতে যাচ্ছে অ্যাটমিক প্রসেসরযুক্ত দ্রুতগতির কোয়ান্টাম কম্পিউটার, যার মূলে রয়েছে কোয়ান্টাম মেকানিক্স এবং এর অ্যালগারিদম, এসেছে কোয়ান্টাম বলবিদ্যা থেকে।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন