You have reached your daily news limit

Please log in to continue


ঘর সাজানোর ৩ টোটকা যা অল্প ব্যয়ে বদলে দেবে অন্দরমহলের সাজ

সুন্দর এবং সুষ্ঠ ভাবে রক্ষণাবেক্ষণ করা বাড়ির স্বপ্ন কে না দেখেন? কিন্তু অনেকেই ঘর সাজানোর সেরা জিনিসগুলি আনার পরেও কাঙ্খিত চেহারাটি পান না, এ ক্ষেত্রে হয়তো ভুল থাকতে পারে পদ্ধতিতেই। সুন্দর বাড়ির জন্য বিলাসবহুল উপাদানের যতটুকু প্রয়োজন, তার চেয়েও বেশি প্রয়োজন সৃজনশীলতা এবং সঠিক পদ্ধতির। রইল এমন তিনটি কৌশল যাতে অল্পেই সুন্দর হবে গৃহকোণ।

১। ভাল কম বলিয়াই ভাল

একগাদা জিনিসপত্র দিয়ে বাড়ি বোঝাই করা নৈব নৈব চ। অনেকেই অসংখ্য ঘর সাজানোর উপাদান দিয়ে ঘর ভরে ফেলেন। কিন্তু আদতে দেখা যায় এতে বৃদ্ধি পায় বিশৃঙ্খলা। ঠিক মতো না সাজাতে পারলে এগুলিতে ঘর এলোমেলো এবং অগোছালো দেখায়। আপনি কি দিয়ে আপনার ঘর সাজাচ্ছেন সে সম্পর্কে সতর্ক থাকুন। অত্যধিক আর্টিফ্যাক্ট, রাগ, বা দেয়ালে ঝুলানোর জিনিস যেন অযথা বিশৃঙ্খলা বৃদ্ধি না করে এবং আপনার বাড়ির সৌন্দর্য কেড়ে না নেয়। অতিরক্ত জিনিস বাদ দিয়ে বরং নিয়ে আসতে পারেন ছোট গাছ। বই পত্র বেশি জমে গেলে বানিয়ে ফেলতে পারেন বইয়ের তাকও।

 

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন