শীতকালে নাকে যেসব জটিল রোগ হয়, কী করবেন?
যুগান্তর
প্রকাশিত: ১৯ ফেব্রুয়ারি ২০২২, ১০:৩১
শীতকালে রোগ প্রতিরোধ ক্ষমতা কম থাকে। এ কারণে নানা জটিল রোগ বাসা বাঁধে শরীরে। বিশেষ করে সর্দি-কাশি এবং নাকের কিছু রোগ দেখা দেয়। নাকের অ্যালার্জি, নাক দিয়ে রক্ত পড়া, পলিপ ও এডিনয়েড, সাইনাস এসব সমস্যা দেখা দেয়।
শীতকালে নাকের বিভিন্ন রোগের উপসর্গ ও চিকিৎসা নিয়ে বিস্তারিত জানিয়েছেন নাম কান ও গলা রোগ বিশেষজ্ঞ ডা. সজল আশফাক।
নাক দিয়ে রক্ত পড়া
নাক দিয়ে রক্ত পড়ার অনেক কারণ আছে। ছোটদের ক্ষেত্রে সাধারণত নাক খোটার কারণে নাকে ক্ষত হয়ে রক্তপাত হয়। বড়দের ক্ষেত্রে উচ্চ রক্তচাপের কারণে নাক দিয়ে রক্ত ঝরে। শীতে নাকের ভেতরটা শুকিয়ে চামড়া উঠে যায় এবং তখন নাকের ঝিল্লি ছিঁড়ে গিয়ে নাক দিয়ে রক্ত পড়তে পারে।
- ট্যাগ:
- স্বাস্থ্য
- শীতকালীন রোগ
- নাকের রোগ