![](https://media.priyo.com/img/500x/https%3A%2F%2Fimages.prothomalo.com%2Fprothomalo-bangla%252F2022-02%252Fc1d2f016-a954-46fd-9691-000e78cb071c%252F10_7.jpg%3Frect%3D0%252C0%252C1440%252C756%26w%3D1200%26ar%3D40%253A21%26auto%3Dformat%252Ccompress%26ogImage%3Dtrue%26mode%3Dcrop%26overlay%3Dhttps%253A%252F%252Fimages.prothomalo.com%252Fprothomalo-bangla%252F2022-01%252F18c58c05-9e66-46f3-8946-4437460f8f90%252FBanner_7814X143.jpg%26overlay_position%3Dbottom%26overlay_width_pct%3D1)
মেসির সঙ্গে আমার বেশি মেলে: শচীন টেন্ডুলকার
প্রথম আলো
প্রকাশিত: ১৯ ফেব্রুয়ারি ২০২২, ০৮:০৩
তারকা খেলোয়াড়দের সাক্ষাৎকার নেওয়ায় বেশ নামডাক মার্কিন সাংবাদিক গ্রাহাম বেনসিঙ্গারের। মাইক টাইসনের সাক্ষাৎকার নিয়ে জিতেছেন এমি অ্যাওয়ার্ডও। নিজের ইউটিউব চ্যানেলের অনুষ্ঠান ‘ইন ডেপথ’-এ বেনসিঙ্গার এবার নিয়েছেন ভারতের কিংবদন্তি শচীন টেন্ডুলকারের সাক্ষাৎকার।
সাত দিন ভারতে থেকে টেন্ডুলকারের সঙ্গে তাঁর শৈশবের বাড়ি, কৈশোরের খেলার মাঠ শিবাজি পার্ক, তাঁর এখনকার দাতব্য প্রতিষ্ঠান—নানা জায়গায় ঘুরেছেন।
প্রথম আলোর পাঠকদের জন্য সাক্ষাৎকারটির সামান্য সংক্ষেপিত অংশ তুলে ধরা হলো, যেখানে ক্রিকেটের চেয়ে বেশি এসেছে টেন্ডুলকারের ক্রিকেটের বাইরের জীবন ও দর্শন।
- ট্যাগ:
- খেলা
- ক্রিকেটার
- জীবন দর্শন
- শচীন টেন্ডুলকার