দুদকের চাকরিচ্যুত কর্মকর্তা শরীফ উদ্দিন কক্সবাজারে কী করেছিলেন?
বিভিন্ন উন্নয়ন প্রকল্পে ভূমি অধিগ্রহণ কেন্দ্র করে তুঘলকি কাণ্ড ঘটে গেছে কক্সবাজারে এবং মানুষকে নানাভাবে প্রতারণা করে কোটি কোটি টাকা লোপাট করা হয়েছে - স্থানীয়দের এমন অভিযোগ বেশ জোরালো।
কক্সবাজারের স্থানীয় বাসিন্দাদের অভিযোগ হচ্ছে, উন্নয়নমূলক কাজ এবং দুর্নীতি - দুটোই সমান তালে চলছে সেখানে।
কক্সবাজার জেলা আওয়ামী লীগের সদস্য রাশেদুল ইসলাম বিবিসি বাংলাকে বলেন, "ব্যাপক উন্নয়নের পাশাপাশি ব্যাপক দুর্নীতিও হচ্ছে।"
বিভিন্ন উন্নয়ন প্রকল্পে ভূমি অধিগ্রহণ কেন্দ্র করে তুঘলকি কাণ্ড ঘটে গেছে কক্সবাজারে, মানুষকে নানাভাবে প্রতারণা করে কোটি কোটি টাকা লোপাট করা হয়েছে - স্থানীয়দের এমন অভিযোগ বেশ জোরালো।