You have reached your daily news limit

Please log in to continue


তুমুল ঝামেলা করেছেন ভালোবাসার মানুষটির সঙ্গে? এবার সম্পর্ক বাঁচান এই কৌশলে!

Relationship Problems: জীবন কোনওদিনও এক গতিতে চলে না। আর সম্পর্কও হল জীবনেরই একটি অঙ্গ। তাই সম্পর্কও যে সবসময় একইভাবে এগিয়ে যাবে, এটা ভাবাও হবে ভুল। এখানেও আসবে ভালো-খারাপ সময়। কখনও আনন্দের বশে জীবন হয়ে যাবে প্রেমময় তো অপর সময়েই কাঁটা বেছানো থাকবে পথে। সেই কাঁটা পথে এগিয়ে পা হয়ে যাবে রক্তাক্ত। তখন মনে হতেই পারে এই সব কিছু ছেড়ে দিয়ে এক ছুটে পালিয়ে গেলেই বোধহয় সবথেকে ভালো হয়। তবে খেলার ময়দান ছেড়ে দেওয়াটা হল ভিতু মানুষের কাজ। এক্ষেত্রে ক্রিজে পড়ে থাকলেই আসবে রান। আবার শান্ত হবে পরিস্থিতি।

বিশেষজ্ঞরা বলেন, একটি সম্পর্কে খারাপ সময় আসলে তার সঙ্গে লড়াই করা বেশ কঠিন। কারণ মানুষ বুঝতেও পারেন না কী ভাবে সেই সমস্যা থেকে উতরানো যায়!

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন