নকল-মেয়াদোত্তীর্ণ ওষুধ রাখায় দুই ফার্মেসিকে ২ লাখ টাকা জরিমানা
কুমিল্লার দাউদকান্দিতে নকল ও মেয়াদোত্তীর্ণ ওষুধ রাখার দায়ে দুই ফার্মেসি মালিককে দুই লাখ ২৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে। বৃহস্পতিবার (১৭ ফেব্রুয়ারি) বিকেলে উপজেলার গৌরীপুর বাসস্ট্যান্ড এলাকায় অভিযান চালিয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) কামরুল ইসলাম খান ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে এ অর্থদণ্ড দেন।
ইউএনও কামরুল ইসলাম খান জানান, নকল, ভেজাল ও মেয়াদোত্তীর্ণ ওষুধ বিক্রির খবরে গৌরীপুর বাসস্ট্যান্ড এলাকায় দুই ফার্মেসিতে অভিযান চালানো হয়। জেএম মেডিসিন ও পপুলার নামের ওই দুই ফার্মেসিতে ভেজাল ও মেয়াদোত্তীর্ণ ওষুধ পাওয়া যায়।
এসময় ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে জেএম মেডিসিন ফার্মেসির মালিক ভিপি জাহাঙ্গীর আলমকে দুই লাখ টাকা এবং পপুলার ফার্মেসির মালিক শেখ সাদিকে ২৫ হাজার টাকা জরিমানা করা হয়। পরে জব্দ করা ওষুধ জনসম্মুখে আগুন দিয়ে পুড়িয়ে ধ্বংস করা হয়।