জন্মনিবন্ধন করাতে গিয়ে জীবনটাই হারালেন শাকিল!
পাপন বড়ুয়া শাকিল নিজ এবং সন্তানের জন্মনিবন্ধন করানোর জন্য শহর থেকে গ্রামে যাচ্ছিলেন পিএইচপির সিনিয়র ইঞ্জিনিয়ার (মেকানিক্যাল) পাপন বড়ুয়া শাকিল (৪০)। পথেই সড়ক দুর্ঘটনায় প্রাণ হারালেন তিনি। বুধবার সকাল সাড়ে ১১টার দিকে চট্টগ্রাম-কাপ্তাই সড়কের কমলার দীঘি সংলগ্ন সিএনজি রিফুয়েলিং স্টেশন এলাকায় সিএনজিচালিত অটোরিকশা ও লেগুনার মুখোমুখি সংঘর্ষে ঘটনাস্থলেই প্রাণ হারান এ প্রকৌশলী।
এ দুর্ঘটনায় কমপক্ষে পাঁচজন আহত হয়েছেন। তবে তাদের নাম-পরিচয় জানা যায়নি। জানা গেছে, পাপন বড়ুয়া একই থানার বাগোয়ান ইউনিয়নের দেওয়ানপুর এলাকার সংঘ বড়ুয়ার ছেলে। নিহত পাপন বড়ুয়া শাকিল ছিলেন বিভিন্ন পত্রিকায় লেখালিখি করা ছাড়াও সংগঠক ছিলেন। এছাড়া ইনস্টিটিউট অব ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স বাংলাদেশ, চট্টগ্রাম জেলা নির্বাহী কমিটির ছাত্র বিষয়ক সম্পাদক। জাতীয় দৈনিক ভোরের কাগজের পাঠক সংগঠন ভোরের কাগজ পাঠক ফোরাম, চট্টগ্রামের প্রতিষ্ঠাকালীন সংগঠক ছিলেন এই প্রকৌশলী।
স্থানীয়রা জানায়, কাপ্তাই রাস্তার মাথা থেকে সিএনজি অটোরিকশাটি নোয়াপাড়া যাওয়ার পথে গ্যাস নেওয়ার জন্য নোয়ারপাড়ার আগে সিএনজি ফিলিংস্টেশনে ঢুকতে বিপরীত দিক থেকে আসা লেগুনার সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়।