![](https://media.priyo.com/img/500x/https://images.thedailystar.net/bangla/sites/default/files/styles/big_202/public/images/2022/02/16/pep_guardiola.jpg?itok=arNuJ3k8×tamp=1645013960)
চ্যাম্পিয়ন্স লিগে ইতিহাস গড়েও সন্তুষ্ট নন গার্দিওলা
ডেইলি স্টার
প্রকাশিত: ১৬ ফেব্রুয়ারি ২০২২, ১৮:৫৯
ম্যাচের ৪৪তম মিনিটে স্কোরলাইন দাঁড়াল ৪-০। বিশাল এই ব্যবধানে এগিয়ে থেকে বিরতিতে গেল ম্যানচেস্টার সিটি। তাতে রেকর্ড বই ওলট-পালট হয়ে তৈরি হলো নতুন এক ইতিহাস। উয়েফা চ্যাম্পিয়ন্স লিগের নকআউট পর্বে প্রথমবারের মতো কোনো দল প্রতিপক্ষের মাঠে চার গোলের লিড নিয়ে শেষ করল প্রথমার্ধ। কিন্তু স্পোর্টিং লিসবনকে বিধ্বস্ত করার পরও পুরোপুরি সন্তুষ্ট হতে পারলেন না সিটির কোচ পেপ গার্দিওলা।
ইউরোপের সর্বোচ্চ ক্লাব আসরের শেষ ষোলোর প্রথম লেগে মঙ্গলবার রাতে গোল উৎসব করেছে সিটি। পর্তুগিজ ক্লাব স্পোর্টিংয়ের মাঠে নজরকাড়া পারফরম্যান্সে তারা জিতেছে ৫-০ গোলে। বিরাট এই জয়ে চ্যাম্পিয়ন্স লিগের শেষ আটে ওঠা একরকম নিশ্চিত করে ফেলেছে ইংলিশ প্রিমিয়ার লিগের শিরোপাধারীরা।