![](https://media.priyo.com/img/500x/https://imaginary.barta24.com/watermarkimage?image=https://bucket.barta24.com/uploads/category/2022/Feb/03/1643893408071.jpg&path=/uploads/news/2022/Feb/16/1645003086862.jpg&width=600&height=315&top=271)
মেক্সিকোতে মুখ সেলাই করে বিক্ষোভ অভিবাসীদের
মেক্সিকোর দক্ষিণ সীমান্তে বসবাসকারী এক ডজন অনথিভুক্ত অভিবাসী, মার্কিন সীমান্তের দিকে যাওয়ার অনুমতির চেয়ে দেশটির অভিবাসন কর্তৃপক্ষকে রাজি করতে নিজেদের মুখ সেলাই করে আটকে প্রতিবাদ করেছে। বুধবার(১৬ ফেব্রুয়ারি) রয়টার্সের প্রতিবেদন থেকে এই খবর পাওয়া যায়।
গুয়েতেমালার সীমান্ত শহর তাপাচুলায় এই নাটকীয় প্রতিবাদে অনেকে সন্তানসহ অংশ নিয়েছিলেন। দেশটি অবাধে ত্যাগ করতে কয়েক হাজার অভিবাসী কাগজপত্র জমা দেওয়া স্বর্তেও কোন ফলাফল না আসায় এই প্রতিবাদে নামেন লোকজন। একজন বিক্ষোভকারী জানান তিনি একমাসেরও বেশী সময় কাগজপত্র জমা দিয়েছে কিন্তু কোন ফল পান নি।