You have reached your daily news limit

Please log in to continue


জিয়া ছিল ধর্মান্ধ ও একরোখা, বললেন বাবা

জানুয়ারির মাঝামাঝিতে ফোনে পুত্রবধূর উৎকণ্ঠিত গলা শুনে একটু অবাকই হয়েছিলেন জিল্লুল হক। তাঁর ছেলে সৈয়দ জিয়াউল হককে নাকি পাওয়া যাচ্ছে না। এমন একটা সুরক্ষিত জায়গায় ছেলের জীবনযাপন, সেখান থেকে ছেলে নিখোঁজ হয়, এ আবার কেমন কথা! ভাবলেন, হয়তো কোথাও কোনো কাজে আটকা পড়েছে। ফিরে আসবে।

তবে ছেলে যে শিগগিরই আর ফিরছে না, সে ইচ্ছে করে সবার চোখে ধুলো দিয়ে আত্মগোপন করেছে—দিন দুয়েক পরই পত্রিকা মারফত জানতে পারলেন। ২০ জানুয়ারি ২০১২–এর সেই দিনটিতে প্রায় সব জাতীয় দৈনিকের শিরোনামই ছিল অভিন্ন। প্রথম আলোর প্রতিবেদনের শিরোনাম ছিল লাল কালিতে—‌সরকার উৎখাতের চেষ্টা ব্যর্থ, অভ্যুত্থানের চেষ্টা প্রতিহত করল সেনাবাহিনী, গ্রেপ্তার ২।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন