যাদের হাতে উঠল বাংলা একাডেমি সাহিত্য পুরস্কার
ঢাকা টাইমস
প্রকাশিত: ১৫ ফেব্রুয়ারি ২০২২, ১৯:৩৬
বাংলা সাহিত্যের বিভিন্ন ক্ষেত্রে কৃতিত্বপূর্ণ অবদানের স্বীকৃতি হিসেবে ১৫ জন বিশিষ্ট ব্যক্তি এবার বাংলা একাডেমি সাহিত্য পুরস্কার পেয়েছেন। মঙ্গলবার বিকালে ‘অমর একুশে বইমেলা-২০২২’- এর উদ্বোধন অনুষ্ঠানে এই পুরস্কার দেওয়া হয়। বাংলা একাডেমি প্রান্তে উপস্থিত বিশিষ্ট ব্যক্তিদের হাতে প্রধানমন্ত্রী শেখ হাসিনার পক্ষে পুরস্কার তুলে দেন সংস্কৃতি বিষয়ক প্রতিমন্ত্রী কে এম খালিদ।
এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন বাংলা একাডেমির সভাপতি কথাসাহিত্যিক সেলিনা হোসেন, বাংলা একাডেমির মহাপরিচালক কবি মুহম্মদ নূরুল হুদা। করোনার সংক্রমণ এড়াতে বাংলা একাডেমি প্রাঙ্গণে আয়োজিত এই অনুষ্ঠানে গণভবন থেকে ভিডিও কনফারেন্সে সংযুক্ত হন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।