কুইক লিঙ্ক : মুজিব বর্ষ | করোনা ভাইরাসের প্রাদুর্ভাব | প্রিয় স্টোর

বইমেলা ১৭ মার্চ পর্যন্ত চালানোর ইচ্ছা প্রধানমন্ত্রীর

ঢাকা টাইমস প্রকাশিত: ১৫ ফেব্রুয়ারি ২০২২, ১৭:০৩

করোনাভাইরাস পরিস্থিতির কারণে এবারের বইমেলা ১৫ দিন পর শুরু হয়েছে। প্রাথমিকভাবে ২৮ ফেব্রুয়ারি পর্যন্ত মেলা চালানোর ঘোষণা দেওয়া হলেও করোনা পরিস্থিতি কিছুটা নিয়ন্ত্রণে থাকায় মেলা ১৭ মার্চ বঙ্গবন্ধুর জন্মদিন পর্যন্ত চালানোর ইচ্ছা পোষণ করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। মঙ্গলবার বিকালে ভার্চুয়ালি যুক্ত হয়ে বইমেলার উদ্বোধন ঘোষণার আগে দেওয়া বক্তব্যে প্রধানমন্ত্রী এই কথা বলেন।


প্রধানমন্ত্রী বলেন, ‘এবছর বইমেলা দেরিতে শুরু করতে হলো। প্রস্তুতি ছিল, কিন্তু দুর্ভাগ্যের বিষয় করোনার প্রাদুর্ভাব দেখা দিল। যে কারণে দেরি করে শুরু করতে হলো। আজকে ১৫ ফেব্রুয়ারি উদ্বোধন করতে পারছি সেটাই বড় কথা। তবে আমার ইচ্ছা এই মেলা ১৭ মার্চ পর্যন্ত চালানো। আমার মনে হয় বইমেলা পুরো মাসই চালাতে পারি।’


স্বাস্থ্যবিধি মেনে বইমেলা চালানোর আহ্বান জানিয়ে শেখ হাসিনা বলেন, ‘সবাই স্বাস্থ্য-সুরক্ষা মেনে বইমেলায় আসবেন। সবাই টিকা নেবেন। মাস্ক পরে সবাইকে সুরক্ষিত থাকতে হবে। সবাই টিকা নেবেন।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

এই সম্পর্কিত

আরও