এবারের আইপিএলে না খেলেও কত টাকা পাবেন জোফরা আর্চার?
বেশ চমক জাগিয়ে কনুইয়ের চোটে আক্রান্ত ইংলিশ পেসার জোফরা আর্চারকে নিলামে দলে নিয়েছে মুম্বাই ইন্ডিয়ান্স। এই মৌসুমে তাকে পাওয়া যাবে না জেনেও তার পিছনে ৮ কোটি টাকা ঢেলেছে আইপিএলের সবচেয়ে সফল ফ্র্যাঞ্চাইজি।
রাজস্থান রয়্যালসের সঙ্গে লড়াই করে আর্চারকে তারা দলে নিয়েছে। কিন্তু এই মৌসুমে যদি আর্চার না খেলেন তাহলেও কি টাকা দিতে হবে তাকে? আইপিএলের নিয়ম অনুযায়ী কোনো ক্রিকেটারকে কেনার পরে তিনি যদি লিগ চলাকালীন ইনজুরিতে আক্রান্ত হন, তাহলে বিমা আইন অনুযায়ী সেই ক্রিকেটার টাকা পাবেন।
কিন্তু যদি কোনো ক্রিকেটার মৌসুম শুরুর আগে থেকেই চোট পেয়ে থাকেন, বা লিগে একটি ম্যাচেও খেলতে না পারেন তাহলে তিনি কোনো টাকা পাবেন না। এই নিয়ম অবশ্য সেই ক্রিকেটারদের জন্য কার্যকর যারা নিজে থেকে খেলবেন না। কোনো ক্রিকেটারকে যদি কোনো দল একাদশে সুযোগ না দেয় সেক্ষেত্রেও তাকে টাকা দিতে হবে।
- ট্যাগ:
- খেলা
- বেতন
- আইপিএল
- চোট
- ক্রিকেট তারকা
- জোফরা আর্চার