![](https://media.priyo.com/img/500x/https%3A%2F%2Fimages.prothomalo.com%2Fprothomalo-bangla%252F2022-02%252F79c14a2a-f37d-43e8-a461-9173698f4f79%252FM_Khairuzzaman.jpg%3Fauto%3Dformat%252Ccompress%26format%3Dwebp%26w%3D640%26dpr%3D1.0)
খায়রুজ্জামানকে হস্তান্তরে স্থগিতাদেশ মালয়েশিয়ার হাইকোর্টের
সাবেক হাইকমিশনার এম খায়রুজ্জামানকে বাংলাদেশের কাছে হস্তান্তরের ওপর স্থগিতাদেশ দিয়েছেন মালয়েশিয়ার হাইকোর্ট।
খায়রুজ্জামানকে যাতে বাংলাদেশের কর্তৃপক্ষের কাছে হস্তান্তর করা না হয়, সে জন্য মালয়েশিয়ার অভিবাসন বিভাগের বিরুদ্ধে এই অন্তর্বর্তীকালীন আদেশ দেন দেশটির হাইকোর্ট।
মালয়েশিয়ার হাইকোর্টের বিচারপতি মোহাম্মদ জাইনি মাজলান আজ মঙ্গলবার খায়রুজ্জামানের রিট (হেবিয়াস কর্পাস) আবেদনের শুনানিকালে এ আদেশ দেন। খায়রুজ্জামানের স্ত্রী রীতা রহমান প্রথম আলোকে এসব তথ্য জানান।
ফ্রি মালয়েশিয়া টুডে জানায়, হস্তান্তরের ওপর স্থগিতাদেশ চেয়ে খায়রুজ্জামানের করা আবেদন মঞ্জুর করেন বিচারপতি মোহাম্মদ জাইনি মাজলান।