কুইক লিঙ্ক : মুজিব বর্ষ | করোনা ভাইরাসের প্রাদুর্ভাব | প্রিয় স্টোর

দ্বন্দ্ব কেটে এ মাসেই পূর্ণাঙ্গ কমিটি ঢাকা উত্তর-দক্ষিণ স্বেচ্ছাসেবক লীগের!

ঢাকা টাইমস ঢাকা মেট্রোপলিটন প্রকাশিত: ১৫ ফেব্রুয়ারি ২০২২, ১০:৩২

অবশেষে জট ভাঙতে যাচ্ছে ঢাকা মহানগর স্বেচ্ছাসেবক লীগ কমিটির। চলতি মাসের ২১ ফেব্রুয়ারির মধ্যেই কমিটি ঘোষণা করা হতে পারে। এমনই তথ্য জানা গেছে আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের কেন্দ্রীয় ও মহানগর নেতাদের সঙ্গে কথা বলে।


২০১৯ সালে স্বেচ্ছাসেবক লীগের জাতীয় সম্মেলনে ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণ স্বেচ্ছাসেবক লীগের সভাপতি ও সাধারণ সম্পাদককের নাম ঘোষণা করা হয়। এরপর দ্রুত পূর্ণাঙ্গ কমিটি করার ঘোষণা দেওয়া হলেও বিগত দুই বছরেও পূর্ণাঙ্গ কমিটি করতে পারেনি দায়িত্বপ্রাপ্তরা। কমিটি না হওয়ার পিছনে সভাপতি-সাধারণ সম্পাদকের মধ্যে সমন্বয়হীনতা ও অভ্যন্তরীণ দ্বন্দ্বকে কারণ হিসেব দেখছেন মহানগরে পদপ্রত্যাশীরা।


কেন্দ্রীয় কমিটি একাধিকবার মহানগরকে পূর্ণাঙ্গ কমিটি করার নির্দেশনা দিলেও তারা কর্ণপাত করেননি। এমনকি কেন্দ্রীয় কমিটি গত বছরের জুলাই মাসের মধ্যে কমিটি করার নির্দেশনা দিয়ে চিঠি দিলেও ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণের সভাপতি ও সাধারণ সম্পাদক এক হয়ে সিদ্ধান্তে উপনীত হতে পারেনি।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

এই সম্পর্কিত

আরও