বিশ্ব ভালোবাসা দিবসে ব্যতিক্রমী উৎসবে মেতে উঠল সুবিধাবঞ্চিত শিশুরা
বিশ্ব ভালোবাসা দিবসে ব্যতিক্রমী আয়োজনের মধ্যদিয়ে আনন্দ-উৎসবে মেতে উঠল এতিম, ছিন্নমূল ও বেদে সম্প্রদায়ের সুবিধাবঞ্চিত শিশুরা। স্বেচ্ছাসেবী সংগঠন স্বপ্নের খোঁজে ফাউন্ডেশনের সদস্যরা এই উৎসবের আয়োজন করেন। কলেজ ও বিশ্ববিদ্যালয়পড়ুয়া শিক্ষার্থীদের ব্যতিক্রমী এই আয়োজনে মুগ্ধ সুবিধাবঞ্চিত শিশুরা। ভিন্ন রকম এই আনন্দ-উৎসবকে সাধুবাদ জানিয়েছেন বিভিন্ন পেশার মানুষসহ প্রশাসনের কর্মকর্তারাও।
সরেজমিনে গিয়ে দেখা যায়, নড়াইলের চিত্রা নদীর পাশে প্রাকৃতিক সৌন্দর্যমন্ডিত সুবিশাল হাটবাড়িয়া জমিদার বাড়ি ডিসি পার্কে সুবিধাবঞ্চিত শিশুদের অংশগ্রহণে অনুষ্ঠিত হলো ভিন্নরকম বিশ্ব ভালোবাসা দিবস উদযাপন। দিবসটি উপলক্ষে ছিন্নমূল, এতিম ও বেদে সম্প্রদায়ের শিশুদের অংশগ্রহণে কেককাটা, উন্নতমানের খাবার পরিবেশন, খেলাধূলা, বিনোদন ও আলোচনা সভা হয়। স্বেচ্ছাসেবী সংগঠন স্বপ্নের খোঁজে ফাউন্ডেশনের কলেজ ও বিশ্ববিদ্যালয় পড়ুয়া ৪৫ শিক্ষার্থীর ব্যতিক্রমী এই আয়োজনে মুগ্ধ সুবিধাবঞ্চিত শিশুরা।