![](https://media.priyo.com/img/500x/https%3A%2F%2Fwww.ntvbd.com%2Fsites%2Fdefault%2Ffiles%2Fstyles%2Fsocial_share_sports%2Fpublic%2Fimages%2F2022%2F02%2F14%2Fafgan.jpg%3Fitok%3D8xDYMp-U)
বাংলাদেশের বিপক্ষে আফগানদের দল ঘোষণা
এনটিভি
প্রকাশিত: ১৪ ফেব্রুয়ারি ২০২২, ১৭:৩০
বিপিএল শেষেই ঘরের মাঠে আফগানিস্তানের বিপক্ষে সিরিজ খেলবে বাংলাদেশ ক্রিকেট দল। এরই মধ্যে বাংলাদেশ সফরে এসেছেন আফগান ক্রিকেটাররা। বাংলাদেশে আসার দুদিন পর আজ সোমবার ওয়ানডে ও টি-টোয়েন্টি সিরিজের দল ঘোষণা করেছে আফগানিস্তান।
বাংলাদেশের বিপক্ষে আফগানদের টি-টোয়েন্টি সিরিজের দলে ডাক পেয়েছেন চলমান বিপিএলে খেলা বাঁহাতি রিস্ট স্পিনার কাইস আহমেদ ও পেসার ফজলহক ফারুকি। দলে নতুন মুখ তরুণ পেসার নিজাত মাসুদ। ডানহাতি এই পেসার এখনও দেশের হয়ে কোনো ম্যাচ খেলার সুযোগ পাননি