You have reached your daily news limit

Please log in to continue


মা হতে চলেছেন গায়িকা পুতুল

বিয়ের ১০ মাসের মাথায়ই সুখবর জানালেন সংগীতশিল্পী সাজিয়া সুলতানা পুতুল। মা হতে চলেছেন তিনি। ১৪ ফেব্রুয়ারি বিশ্ব ভালোবাসা দিবসের দিনে গণমাধ্যমে এই সুখবর পুতুল নিজেই প্রকাশ করেছেন।

গায়িকা জানিয়েছেন, সবকিছু ঠিক থাকলে জুনের শেষ সপ্তাহে অথবা জুলাইয়ের প্রথম সপ্তাহে তাদের পরিবারে নতুন সদস্য আসতে চলেছে। পুতুল বলেন, ‘শারীরিকভাবে এখন বেশ ভালো আছি। আমার জন্য সবাই দোয়া করবেন।’

অন্যদিকে, ফেসবুকে এক পোস্টে এ গায়িকা লেখেন, ‘ফাল্গুন এবার একেবারেই অন্য আমেজে ধরা দিয়েছে আমার কাছে। এবার ফাল্গুন বরণ করছি আরেকটা অধরা সত্তাকে সঙ্গে নিয়ে, যে আমারই ভেতর বেড়ে উঠছে। একটা পরিপূর্ণ সত্তা হবার জন্য আমার ভেতর যার বিপুল উচ্ছ্বাস। অনুভব করছি, প্রতিনিয়ত একটা ভ্রুণ থেকে সত্তা হয়ে উঠবার তোড়জোড় তার। হ্যাঁ, মা-বাবা হতে চলেছি আমি আর সৈয়দ রেজা আলী।’

 

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন