সার্চ কমিটি কী মানদণ্ড অনুসরণ করছে জানতে চান সুজন সম্পাদক
যোগ্য নির্বাচন কমিশনারদের খুঁজে বের করার পেছনে সার্চ কমিটি কী ধরনের প্রক্রিয়া এবং মানদণ্ড ব্যবহার করছে সেটি জানতে চান সুশাসনের জন্য নাগরিকের (সুজন) সম্পাদক বদিউল আলম মজুমদার।
নির্বাচন কমিশন গঠনে বিভিন্ন পক্ষের সঙ্গে বৈঠকের আজ রোববার তৃতীয় সেশনে বিশিষ্ট নাগরিকদের সঙ্গে বসে সার্চ কমিটি। সেই বৈঠক শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এ কথা বলেন বদিউল আলম মজুমদার।
সুজন সম্পাদক বলেন, ‘আমি ওখানে উপস্থিত হয়েছি আমার কতগুলো উদ্বেগ আছে, প্রশ্ন আছে এবং সাজেশন আছে, যেগুলো নিয়ে কথা বলতে আমি ওখানে উপস্থিত হয়েছি। আমি প্রথমেই বলেছি, নামগুলো প্রকাশ করতে হবে এবং তিন ধাপে করতে হবে।’
বদিউল আলম বলেন, ‘প্রথম ধাপে কোন দল কার নাম প্রস্তাব করেছে সেগুলো প্রকাশ করতে হবে। দ্বিতীয়ত, স্বচ্ছতার সঙ্গে সুনামের অধিকারী ব্যক্তিকে চিহ্নিত করতে হবে। জাতি এখন ভয়াবহ সংকটের মধ্যে আছে, সেই সংকট থেকে মুক্তি পাওয়ার জন্য আমরা তাঁদের কাছে জানতে চাই—এই নির্বাচন কমিশনারদের খুঁজে বের করার পেছনে তাঁরা কী ধরনের প্রক্রিয়া এবং কোনো ধরনের মানদণ্ড ব্যবহার করবেন।’