কুইক লিঙ্ক : মুজিব বর্ষ | করোনা ভাইরাসের প্রাদুর্ভাব | প্রিয় স্টোর

তিন মাস পর মায়ের কোলে ফিরল অপহৃত সিরিয়ান শিশু ফাওয়াজ

ঢাকা টাইমস প্রকাশিত: ১৩ ফেব্রুয়ারি ২০২২, ১৯:৩০

অপহরণের তিন মাস পর যুদ্ধ-বিধ্বস্ত দেশ সিরিয়ার আট বছর বয়সী শিশু ফাওয়াজ কাতাইফান ফিরেছে মায়ের কোলে। তাকে অপহরণ করে ১ লাখ ৪০ হাজার ডলার দাবিতে অজ্ঞাত স্থানে আটকে রেখেছিল অপহরণকারীরা। মুক্তিপণের অর্থ পেয়ে ফাওয়াজকে সিরিয়ার নাওয়া শহরের একটি ওষুধের দোকানে রেখে যায় তারা।


গত নভেম্বর সিরিয়ার দারা প্রদেশে বিদ্যালয়ে যাবার সময় আট বছর বয়সী ফাওয়াজ কাতাইফানকে অপহরণ করা হয়। তবে সেসময় ফাওয়াজের বিষয়টি ওইভাবে আলোচনায় আসেনি। কিছুদিন আগে মরক্কোতে কূপে আটকে মারা যাওয়া শিশু রায়ানের ঘটনার পর ফাওয়াজকে নিয়ে আরব বিশ্বে তোলপাড় শুরু হয়।


সম্প্রতি ভাইরাল হওয়া একটি ভিডিওতে দেখা যায়, ফাওয়াজ অপহরণকারীদের কাছে আকুতি করছে যেন তাকে আর আঘাত না করা হয়। ভিডিওটি ভাইরাল হওয়ার পর অপহরণকাকীরা ৫০০ মিলিয়ন সিরিয়ান লিরা (১ লাখ ৪০ হাজার ডলার) পেয়ে ফাওয়াজকে শনিবার মুক্তি দেয়। সিরিয়ান অবজারভেটরি ফর হিউম্যান রাইটসের একজন যুদ্ধ পর্যবেক্ষক জানিয়েছেন, মুক্তিপণের টাকা সিরিয়ার এবং বাইরের আল কাতাইফান উপজাতিরা নিয়েছিল।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

আরও