কুইক লিঙ্ক : মুজিব বর্ষ | করোনা ভাইরাসের প্রাদুর্ভাব | প্রিয় স্টোর

You have reached your daily news limit

Please log in to continue


হারানো বাইকের খোঁজে ২৫ বছর!

নারায়ণাপ্পা শ্রীনিবাসনের জন্য তার প্রিয় কালো রয়্যাল এনফিল্ডটি ছিল একটি মোটরবাইকের চেয়ে অনেক বেশি কিছু। যানটি শ্রীনিবাসনের এতটাই প্রিয় ছিল যে, ৯০ এর দশকের মাঝামাঝি সময়ে এটি হারিয়ে যাওয়ার পর তার ছেলে অরুণ দীর্ঘ ১৫ বছর ধরে তা খুঁজে বেড়িয়েছিলেন।

‘তখন বুলেট বাইক ছিল অনেক দামি। ব্যাঙ্ক আমাকে পুরো টাকাটাই ঋণ হিসেবে দিয়েছিল এটা কেনার জন্য’, বলেন ৭৫ বছর বয়সী শ্রীনিবাসন।সেটা ছিল ১৯৭০ এর দশক। তিনি ব্যাঙ্ক থেকে ৬ হাজার ৪শ রুপি ধার নিয়েছিলেন। এখন একটি রয়্যাল এনফিল্ড কিনতে প্রায় তিনলাখ রুপি লাগবে।

১৯৯৫ সালে শ্রীনিবাসনকে চাকরিসূত্রে দক্ষিণের কর্ণাটকের মণিপাল শহর থেকে সুদূর উত্তর প্রদেশের লখনৌতে যেতে হয়। সাধের রয়্যাল এনফিল্ডটিকে অতদূর নিতে পারেননি তিনি। তাই এক বন্ধুর কাছে বিক্রি করেছিলেন। এই শর্তে যে, বন্ধুটির আর প্রয়োজন না হলে তিনি বাইকটা আবার কিনে নিতে পারবেন।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন