ব্যাপক হারে মামলা-জরিমানা প্রতিকার দাবি ব্যবসায়ীদের

প্রথম আলো তাহিরপুর প্রকাশিত: ১৩ ফেব্রুয়ারি ২০২২, ১২:০৩

সুনামগঞ্জের তাহিরপুর উপজেলা সীমান্তের বড়ছড়া, চারাগাঁও ও বাগলী শুল্ক স্টেশন দিয়ে ভারত থেকে কয়লা ও চুনাপাথর আমদানি হয়ে থাকে। কিন্তু ট্রাকে বেশি পণ্য আনার কথা বলে আমদানিকারকদের নামে গণহারে মামলা দায়ের ও তাঁদের জরিমানা করা হচ্ছে। গত তিন মাসে এ রকম মামলা হয়েছে চার হাজারের বেশি, যেটাকে ‘অস্বাভাবিক’ ও ‘হয়রানিমূলক’ বলছেন আমদানিকারকেরা।


মামলা ও জরিমানায় নিয়ে স্থানীয় ব্যবসায়ীরা বলেন, এ তিন শুল্ক স্টেশন দিয়ে পণ্য আমদানিতে তাঁদের নিরুৎসাহিত করতে এসব করা হচ্ছে। ইন্দোনেশিয়াসহ বিভিন্ন দেশ থেকে কয়লা আমদানি করা দেশের বড় ব্যবসায়ীদের সঙ্গে যোগসাজশের ভিত্তিতে সুনামগঞ্জের শুল্ক স্টেশনের কর্মকর্তারা গণহারে মামলা ও জরিমানা করছেন বলে অভিযোগ তুলেছেন স্থানীয় আমদানিকারকেরা।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

আরও