কুইক লিঙ্ক : মুজিব বর্ষ | করোনা ভাইরাসের প্রাদুর্ভাব | প্রিয় স্টোর

বিশ্ববাজারে তিন দশকের সর্বোচ্চে পণ্যের দাম

বণিক বার্তা প্রকাশিত: ১৩ ফেব্রুয়ারি ২০২২, ০৩:০২

অপরিশোধিত জ্বালানি তেল, ধাতব পণ্য, খাদ্যশস্যসহ আন্তর্জাতিকভাবে বাণিজ্য হওয়া অন্যান্য পণ্যের দাম তিন দশকের সর্বোচ্চ বেড়েছে। এ কারণে ভয়াবহ ঝুঁকির মুখে পড়ছে অতিমাত্রায় আমদানিনির্ভর দেশগুলো। খবর নিক্কেই এশিয়া।


বর্তমানে আন্তর্জাতিক পণ্যবাজার দ্বিমুখী সংকটের মধ্যে রয়েছে। একদিকে বৈশ্বিক মহামারী নভেল করোনাভাইরাস থেকে অর্থনীতিগুলো ঘুরে দাঁড়াতে শুরু করায় পণ্যের চাহিদা বাড়ছে লাফিয়ে, অন্যদিকে ভূরাজনৈতিক অস্থিরতার কারণে ঊর্ধ্বমুখী এ চাহিদা মেটানোর জন্য পর্যাপ্ত সরবরাহ পাওয়া যাচ্ছে না।


২৮টি পণ্যের ভবিষ্যৎ সরবরাহ দাম নিয়ে রেফিনিটিভ কোরকমোডিটি সিআরবি মূল্যসূচক প্রকাশিত হয়। গত মাসে এ মূল্যসূচক ৪৬ শতাংশ বেড়েছে। ১৯৯৫ সালের পর এটি সর্বোচ্চ বৃদ্ধি।


বেশির ভাগ পণ্যের ক্ষেত্রেই দাম বাড়ছে। বিশেষ করে অপরিশোধিত জ্বালানি তেল ও অন্যান্য জ্বালানি পণ্যের দাম লাগামহীন হয়ে পড়েছে। ২২টি প্রধান পণ্যের মধ্যে নয়টির দাম ৫০ শতাংশেরও বেশি বেড়েছে। কফিসহ জনপ্রিয় পণ্যগুলোর দাম বেড়েছে ৯১ শতাংশ। তুলার দাম ৫৮ ও অ্যালুমিনিয়ামের দাম ৫৩ শতাংশ বৃদ্ধি পেয়েছে।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

আরও