কুইক লিঙ্ক : মুজিব বর্ষ | করোনা ভাইরাসের প্রাদুর্ভাব | প্রিয় স্টোর

রাশিয়ায় ডিএনএ চুরির ভয়ে কোভিড পরীক্ষা করেননি মাখোঁ, বসলেন লম্বা টেবিলে

ঢাকা টাইমস প্রকাশিত: ১১ ফেব্রুয়ারি ২০২২, ১৭:৩১

রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে বৈঠকের পূর্বে ফরাসি প্রেসিডেন্ট ইমানুয়েল মাখোঁ কোভিড পরীক্ষার কথা থাকলেও তিনি সেটা করতে অসম্মতি জানিয়েছেন। কোভিড পরীক্ষাটি রাশিয়ায় করার কথা ছিল। এ ঘটনার সতত্য ক্রেমলিন নিশ্চিত করেছে। বিবিসি জানিয়েছে কোভিড পরীক্ষার জন্য স্বাস্থ্য প্রটোকল দরকার ছিল কিন্তু সেটি ফরাসি প্রেসিডেন্টের সময়ের সঙ্গে মিল না হওয়ায় তা অগ্রহণযোগ্য।


অন্য একটি প্রতিবেদনে বলা হয়, ফরাসি প্রেসিডেন্টের ভয় ছিল রাশিয়ানরা পিসিআর পরীক্ষার সময় তার ডিএনএ সংগ্রহ করে রাখবে। সেজন্য মূলত তিনি কোভিড পরীক্ষা প্রত্যাখ্যান করেছেন। কোভিড পরীক্ষা না করায় তারা নিজেদের মধ্যে করমর্দন করেননি। তাদের মধ্যকার টেবিলের দৈর্ঘ্য ছিল চার মিটার।


কিন্তু কূটনীতিকরা টেবিলের এই দূরত্বকে আবার অন্যভাবে বিশ্লেষণ করেছেন। তাদের ধারণা এর মাধ্যমে পুতিন ভিন্ন ধরণের কোনো কূটনৈতিক বার্তা দিয়েছেন বিশ্বকে। ফরাসি কূটনৈতিক সূত্র থেকে জানা গেছে, মাখোঁ কে বলা হয়েছিল রাশিয়ান পিসিআর পরীক্ষা করিয়ে সামাজিক দূরত্ব এবং স্বাস্থ্যবিধি মেনে পুতিনের কাছাকাছি বসতে। 

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

আরও